
যশোরে একটি গাড়ি থেকে দুইটি সিংহের ও দুইটি বাঘের (লেপার্ড ক্যাট) বাচ্চাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।সোমবার শহরের চাঁচড়া চেকপোস্ট থেকে প্রাণী চারটি উদ্ধার এবং তাদের আটক করা হয় বলে যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানান।
আটকরা হলেন বগুড়ার আদমদিঘি উপজেলার বসিকড়াচক গ্রামের আহাদ আলীর ছেলে কামরুজ্জামান বাবু (৩২) এবং নরসিংদীর পলাশ উপজেলার বকুলনগর গ্রামের আব্দুল মান্নানের ছেলে রানা মিয়া (২৮)।
এ সময় তাদের বহনকরা প্রাডো গাড়িটি (ঢাকা মেট্টো-ঘ-১৩-২৭৯১) জব্দ করা হয়েছে।
যশোর জেলার পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান তাঁর কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, রাজধানীর উত্তরা এলাকা থেকে বাঘের বাচ্চাগুলো আনা হয়। জিপের ভেতর কাঠের দুটি বাক্সে করে চালানটি সীমান্তবর্তী শার্শা উপজেলার এক ব্যক্তির বাড়িতে পৌঁছে দেওয়ার কথা ছিল।
পরে তাদের আটক করে থানায় এবং বন্যপ্রানি চারটি বনবিভাগে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
বন বিভাগের খুলনা বিভাগীয় কর্মকর্তা সরোয়ার আলম বলেন, প্রাণী চারটির মধ্যে দুইটি সিংহের বাচ্চা বলে মনে হচ্ছে। অপর দুইটি বিড়াল প্রজাতির, এদের বলা হয় লেপার্ড ক্যাট।
চিতা বাঘের মতো দেখতে এ প্রাণীগুলো বাংলাদেশের সিলেট এবং ভারতের মেঘালয়, আসাম বা মিজোরাম অঞ্চলের চা বাগানে দেখা গেলেও সিংহের বাচ্চা আমাদের দেশের নয়। এগুলো বাইরের কোনো দেশ থেকে আনা হতে পারে।
তবে বন্যপ্রাণি বিভাগের কর্মকর্তা দেখে আরও ভাল বলতে পারবেন বলে জানান তিনি।