
রাজধানীর কদমতলী ওয়াসার পুকুর পাড় এলাকা থেকে বুধবার সকালে বিল্লাল হোসেন (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ বলছে, বিল্লাল এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তিনি ডাকাতি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। বুধবার ভোরে মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে
কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে গোলাগুলির ঘটনায় তিনি নিহত হয়েছেন। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
রাজধানীর কদমতলী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সাজু মিয়া জানান, নিহতের শরীরে গুলির দাগ আছে। ময়নাতদন্তের জন্য বিল্লালের মৃতদেহ
মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে কদমতলীসহ আশপাশের থানায় একাধিক মামলা আছে বলে জানান তিনি।