রাজধানীতে স্যুয়ারেজ লাইনের বিষ্ফোরণে ২জন নিহত

রাজধানীর গোলাপবাগে সুয়েরেজ লাইন বিস্ফোরণে মারা গেছেন দুই ব্যক্তি। সোমবার রাতে এই ঘটনা ঘটে বলে ডিএমপির ডেমরা-যাত্রাবাড়ি এলাকার সহকারী কমিশনার ইফতেখারুল ইসলাম জানান।

তিনি জানান, গ্যাস বিস্ফোরণে ম্যানহোলের ঢাকনি ছুটে গিয়ে তার আঘাতে একজন মারা যান। বিস্ফোরণে আগুন ধরে গেলে তাতে দগ্ধ হয়ে মারা যান অন্যজন।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তারা পথচারী বলে পুলিশ কর্মকর্তা ইফতেখারের ধারণা।

যাত্রাবাড়ি থানার পরিদর্শক (তদন্ত) তোফায়েল আহমেদ জানান, রাত সাড়ে ৮টার দিকে সুয়েরেজ লাইনে জমে থাকা গ্যাস হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে রাস্তার ব্যাপক ক্ষতি হওয়ার পাশাপাশি পাশের একটি দোকান ও বাসায় আগুন লেগে যায়। দমকল বাহিনী গিয়ে আগুন নেভায়।

অগ্নিদগ্ধ আরেকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার নাম আবুল হাসেম (২৫)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির কর্মকর্তা বাচ্চু মিয়া জানান, হাসেমের দেহের ৭৫ ভাগ পুড়ে গেছে।

Be the first to comment

Leave a Reply