
রাজধানীর ডেমরার কোনাপাড়ায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে নারী ও শিশুসহ একই পরিবারের আটজন দগ্ধ হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।।
গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে আল আমিন রোডের একটি ভবনের দ্বিতীয তলায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, আলমগীর (৪৫), তার স্ত্রী ফেরদৌসী (৩৫), তাদের সন্তান ইমন (১৫), শিপন (১২) ও তাসিন (২), আলমগীরের ভাতিজা তোফায়েল (২৪) ও তার স্ত্রী রত্না (১৮) এবং সাবলেট ভাড়াটিয়া আরিফ (৩৪)।
অগ্নি দগ্ধ ফেরদৌসী জানান, দুই মাস আগে তারা দ্বিতীয়তলা ওই ফ্লাটের দ্বিতীয়তলা ভাড়া নেন। ভোরে ছেলেদের চিৎকারে ঘুম উঠে দেখতে পান আগুন লেগে গেছে। কিছু বোঝার আগেই আগুনে ঝলসে যায় সবার শরীর ।
তিনি আরও জানান, ফ্লাটে উঠার পর থেকে তারা লিক হওয়া গ্যাসের গন্ধ পান। বিষয়টি বাড়িওয়ালাকে জানানো হলেও কোনো প্রতিকার হয়নি।
তবে লিক হওয়া গ্যাস থেকে আগুন লেগেছে কী না তা তিনি নিশ্চিত না হলেও আর কোন কারণে তারা দেখছেন না বলে জানান।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, দগ্ধরা বার্ন ইউনিটে চিকিৎসাধীন। এর মধ্যে একই পরিবারের সাত জন রয়েছেন।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল সাংবাদিকদের জানান, দগ্ধদের চিকিৎসা চলছে।
ডেমরা থানার ওসি কাওসার আহমেদ বলেন, গ্যাসের চূলা লিক হওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে বিষয়টি নিয়ে তদন্তের পর নিশ্চিত হওয়া যাব বলে জানান তিনি।