পদোন্নতি: অতিরিক্ত আইজিপি হলেন ৫জন, ডিআইজি ১৫জন

বাংলাদেশ পুলিশ

দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে পদোন্নতির জট খুলল পুলিশ বাহিনীতে ।নানা জল্পনা-কল্পনা শেষে বুধবার ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হয়েছেন পাঁচ কর্মকর্তা। এ ছাড়া অতিরিক্ত ডিআইজি থেকে ডিআইজি হয়েছেন আরও ১৫ জন।

অতিরিক্ত আইজিপি হলেন যারা

সিআইডির ডিআইজি আবদুস সালাম, পুলিশ সদর দফতরের ডিআইজি মো. মহসিন হোসেন, শিল্প পুলিশে চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপি নওশের আলী, পুলিশের বিশেষ শাখার ডিআইজি মীর শহীদুল ইসলাম এবং ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম।

ডিআইজি হলেন যারা

পুলিশ সদর দফতরে ডিআইজির চলতি দায়িত্বে থাকা আবু হাসান মুহম্মদ তারিক, টাঙ্গাইলে পিটিসির কমান্ড্যাট ড. হাসান উল হায়দার, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার (চলতি দায়িত্ব) হুমায়ুন কবির, ঢাকা টিএন্ডআইএমের অতিরিক্ত ডিআইজি মোর্শেদুল আনোয়ার খান, র্যা বের পরিচালক শাহাবুদ্দিন খান, ডিএমপির অতিরিক্ত কমিশনার (চলতি দায়িত্ব) ওয়াই এম বেলালুর রহমান, আরএমপির কমিশনার (চলতি দায়িত্ব) মাহাবুবুর রহমান, পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি ড. এ এফ এম মাসুম রব্বানী, পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, ডিএমপির যুগ্ম কমিশনার মীর রেজাউল আলম, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলী মিয়া, র্যা বের পরিচালক সেলিম মো. জাহাঙ্গীর, সিএমপির অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য, র্যা বের পরিচালক খন্দকার লুৎফুল কবির এবং পুলিশ সদর দফতরের ডিআইজি আবদুল আলীম মাহমুদ।

মিশ্র প্রতিক্রিয়া

পৃথক প্রজ্ঞাপনে দুই স্তরে ২০ জনের পদোন্নতি নিয়ে পুলিশে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেক পরিশ্রমী ও ত্যাগী কর্মকর্তা বাদ পড়েছেন বলে অভিযোগ উঠেছে। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বিভিন্ন জেলায় এসপিসহ গুরুত্বপূর্ণ পদে চাকরি করেছেন এমন কয়েকজন পদোন্নতির তালিকায় রয়েছেন বলে বাহিনীর ভেতরে আলোচনা শুরু হয়েছে।

তবে দুই স্তরের পদোন্নতির পর এখন এসপিসহ আরও কয়েক স্তরের পদোন্নতির পদ উন্মুক্ত হলো। অনেক দিন ধরে শীর্ষ পদে পদোন্নতি না হওয়ায় জট লেগে যায়। এতে পুলিশের পদোন্নতি প্রত্যাশিত কর্মকর্তাদের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপির আমলে জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর জেলায় এসপি হয়েছেন এমন একজন পদোন্নতি পেয়েছেন। এছাড়া অদক্ষতার জন্য কক্সবাজারসহ নিজ কর্মস্থল থেকে একাধিকবার বদলি হন এমন একজনও ডিআইজি হয়েছেন। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বঞ্চিত হয়েছেন এমন অনেক পদোন্নতি প্রত্যাশী কর্মকর্তার এবারও ভাগ্য খুলেনি। পদোন্নতির তালিকা কয়েক দফায় কাটাছেড়া করার পরও কিভাবে যোগ্য অনেকে বঞ্চিত হলেন তা রয়েছে নানা আলোচনা। ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ১১ জন ১৫ তম ও ৪ জন ১২ তম ব্যাচের কর্মকর্তা।