চার পরিবর্তন বাংলাদেশ দলে; টস ‍জিতে ফিল্ডিং

দ্বিতীয় টেস্টে টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ

ব্লুমফন্টেইনে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। উইকেটে ঘাসের ছোঁয়া আছে, পিচ রিপোর্টে শন পোলক শক্ত উইকেটের কথাই বলেছেন।

সিদ্ধান্ত নিতে এবার আর কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই।

ফর্মে থাকা দুই প্রোটিয়া টিমে ডেল স্টেইন, ভার্নন ফিল্যান্ডার ও ক্রিস মরিস চোটের কারণে নেই আগে থেকেই। প্রথম টেস্টে চোট পেয়ে ছিটকে গেছেন মর্নে মর্কেলও। দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণ তাই অনভিজ্ঞ ও দ্বিতীয় সারির। ২০০৭ সালের জানুয়ারির পর এই প্রথম দক্ষিণ আফ্রিকা টেস্ট খেলছেন স্টেইন-ফিল্যান্ডার-মর্কেল এই তিনজনকে ছাড়াই।

২১ টেস্ট খেলা তরুণ কাগিসো রাবাদা বোলিং আক্রমণের নেতা। সঙ্গে আন্দিলে ফেলুকওয়ায়ো, ডুয়ানে অলিভিয়ের। ওয়েইন পার্নেল রঙিন পোশাকে অভিজ্ঞ ক্রিকেটার হলেও টেস্ট খেলেছেন মাত্র ৫টি।

চার পরিবর্তন বাংলাদেশ দলে

চোটাক্রান্ত বাংলাদেশ দলে মোট পরিবর্তন ৪ টি। ওপেনার তামিম ইকবালের জায়গায় দলে ফিরেছেন সৌম্য সরকার। বাদ পড়েছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ, তাঁর জায়গায় দলে এসেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। পেস আক্রমণে মোস্তাফিজের সঙ্গী শুভাশীষ রায় ও রুবেল হোসেন।

এলোমেলো শুরু

প্রথম ওভারেই লেগ স্টাম্পে হাফ ভলি দিয়ে ডিন এলগারকে হাত খোলার সুযোগ করে দিয়েছেন মুস্তাফিজ। পরের ওভারটি মেইডেন নিয়েছিলেন শুভাশিস। তবে তৃতীয় ওভারে আবারও লেগ স্টাম্পে হাফ ভলি করে বাউন্ডারির সুযোগ দিয়েছেন মুস্তাফিজ।

চতুর্থ ওভারে শুভাশিসও দিলেন একের পর এক উপহার। ফুলটসে চার মারলেন এইডেন মারক্রাম। দুটি হাফ ভলিতে চার মারলেন এলগর।

প্রথম চার ওভারেই বাংলাদেশ হজম করল পাঁচ বাউন্ডারি! পঞ্চম ওভারেই তাই বোলিংয়ে পরিবর্তন। এলেন রুবেল হোসেন। শুরু করলেন মেইডেন নিয়ে।

৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা বিনা উইকেটে ২৩।