ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী টম প্রাইসের পদত্যাগ

সদ্য পদত্যাগ করা স্বাস্থ্যমন্ত্রী টম প্রাইস

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী টম প্রাইস পদত্যাগ করেছেন। সরকারি কাজে ব্যয়বহুল ব্যক্তিগত ফ্লাইট ব্যবহার করার কেলেঙ্কারিতে ফেঁসে তিনি পদত্যাগ করেন। শনিবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাইসের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। ডন জে রাইটকে ভারপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী নিয়োগ করা হয়েছে।

টম প্রাইসের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, গত মে মাস থেকে তিনি ২৪টি ব্যক্তিগত ফ্লাইটে ভ্রমণ করেন। এতে দুই লাখ ২৩ হাজার মার্কিন ডলার ব্যয় হয়, যা অতি ব্যয়বহুল। অভিযোগে বলা হয়, করদাতারা এসব ফ্লাইটের খরচ বহন করেন। অভিযোগ ওঠার পর প্রাইস দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছিলেন।

যুক্তরাষ্ট্র্রে পেশাগত কাজে সরকারি কর্মকর্তাদের বাণিজ্যিক ফ্লাইটে ভ্রমণের নিয়ম রয়েছে। কেবল জাতীয় নিরাপত্তা বিষয়ক কাজে নিয়োজিত কর্মকর্তারা এ নিয়মের বাইরে। ট্রাম্পের মন্ত্রিসভার আরও তিন সদস্য এখন কড়া নজরদারিতে রয়েছেন বলে জানায়ে মার্কিন গণমাধ্যম। সরকারি কাজে তাঁরা এ ধরনের ব্যক্তিগত ফ্লাইট ব্যবহার করেছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

নতুন স্বাস্থ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন সেন্টারস ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইড সার্ভিসের পরিচালক সীমা বর্মা। তিনি ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কাছের লোক হিসেবে পরিচিত। ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনস্ট্রেশনের কমিশনার ডা. স্কট গোটিলিয়েবের নামও আলোচনায় রয়েছে।

দুজনের মধ্যে গোটিলিয়েব এগিয়ে রয়েছেন বলে বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে জানাচ্ছে বার্তা সংস্থা রয়টার্স।