ত্রান নিয়ে কাড়াকাড়ি, মরোক্কোতে ১৫ জনের মৃত্যু

উত্তর আফ্রিকার মরক্কোতে ত্রাণ বিতরণের সময় পদদলিত হয়ে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৪৫ জন, যাদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর বলে দেশটির সংবাদমাধ্যম জানাচ্ছে।

রোববার (১৯ নভেম্বর) খাবার নিয়ে কাড়াকাড়ির এ ঘটনা ঘটে। দেশটির দক্ষিণ-পশ্চিমের শহর কাসাব্লাংকা থেকে ঘটনাস্থল ১৫০ কিলোমিটার দূরের এক গ্রাম। তবে কোন সংগঠনের পক্ষ থেকে ত্রাণ বা কী জন্য ত্রাণ দেওয়া হচ্ছিল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

মরোক্কোর রাজধানীর রাবাত। দেশটি আটলান্টিক মহাসাগরের তীরবর্তী এবং উত্তরে ভূমধ্যসাগরের জিব্রাল্টার প্রণালী পর্যন্ত বিস্তৃত। মরোক্কোর পূর্বে আলজেরিয়া, উত্তরে ভূমধ্যসাগর ও স্পেন এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর। দক্ষিণ দিকের সীমানাটি বিতর্কিত, মরোক্কো পশ্চিম সাহারা এলাকার মালিকানা দাবি করে এবং ১৯৭৫ সাল থেকে ওই অঞ্চলের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণে রেখেছে।

তাদের রয়েছে সাংবিধানিক রাজতন্ত্র। তারাই একমাত্র আফ্রিকান রাষ্ট্র, যারা আফ্রিকান ইউনিয়নের সদস্য নয়। তবে আরব লীগ, ওআইসিসহ মুসলিম নানা জোটের সদস্য।