
ঢাকার বর্জ্য অপসারণে হাই কোর্টের নিদের্শনা যথাযথভাবে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন
সোমবার রাজধানীর দনিয়া ইউনিয়নে উন্নয়ন কাজ উদ্বোধন করতে এসে হাই কোর্টের নিদের্শনাকে স্বাগত জানিয়ে মেয়র বলেন, “এটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা আমরা নেব।”
প্রতিদিন রাত ১০টা থেকে ভোর ৬টার মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনের বর্জ্য সংগ্রহ করে তা ঢাকনাযুক্ত পরিবহনের মাধ্যমে সরিয়ে নিতে সোমবার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
নির্দিষ্ট সময়ের মধ্যে বর্জ্য অপসারণ না করলে গাড়ি চালক এবং পরিচ্ছন্নতাকমীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলেন মেয়র সাঈদ খোকন।
মেয়র জানান, নতুন যুক্ত হওয়া ইউনিয়নগুলোয় সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। এরই অংশ হিসেবে দনিয়া ইউনিয়নে ১২৪ কোটি টাকার বিভিন্ন উন্নয়নকাজ করা হবে। প্রকল্পের আওতায় দনিয়া ইউনিয়নের সড়ক ও অবকাঠামো নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, এলইডি বাতি স্থাপন করা হবে।