স্বামীকে খুন করে লাশ মেঝেতে পুঁতে রাখল স্ত্রী

বগুড়া

নিজের স্বামীকে খুন করার পর তার লাশ ঘরের মেঝেতে পুতে রাখেন তার স্ত্রী। বগুড়ার গাবতলীতে জাকির হোসেন বিপু (৪০) নামে ঐ ব্যক্তিকে খুন করার এই ঘটনায় তার স্ত্রী বানু আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে ঘরের মেঝে খুঁড়ে লাশটি উদ্ধার করা হয়। গাবতলীর বাহাদুরপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাকির বগুড়া শহরের খান্দার বিলপাড়া এলাকার মৃত শাহজাহান আলীর ছেলে।

এলাকাবাসীরা জানান, নয় বছর আগে বাহাদুরপুর গ্রামের মৃত শমশের আলীর মেয়ে বানু আক্তারের সঙ্গে জাকিরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাদের বিয়ে হয়।

পুলিশ জানায়, বিয়ের পর থেকে এ দম্পতির মধ্যে সাংসারিক বিভিন্ন বিষয়ে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। মাদকাসক্ত জাকির তার স্ত্রীর ওপর প্রায় নির্যাতন করত। বুধবার রাতে খাবার শেষে নেশাগ্রস্ত জাকির ঘুমিয়ে পড়লে বানু আক্তার ইসুবগুলের শরবতের সঙ্গে ৫-৬টি ঘুমের ট্যাবলেট মিশিয়ে তাকে ঘুম থেকে তুলে পান করান। আগে থেকেই জাকিরের ইসুবগুলের শরবত খাওয়ার অভ্যাস ছিল।

রাত ১টার দিকে ঘুমন্ত অবস্থায় জাকিরকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে হত্যা করে বানু আক্তার। পরে বিছানা থেকে লাশ টেনে খাটের নিচে মেঝেতে গর্ত করে পুঁতে রাখে। বানু আক্তার একা থাকায় সে দু’দিন বাড়ি থেকে বের হননি।

গত শুক্রবার ঘর থেকে পুঁতে রাখা লাশের পচা গন্ধ বের হলে বানু আক্তার গ্রামের লোকজনকে খবর দেন। স্থানীয়রা বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে।

গাবতলী থানার ওসি খায়রুল বাসার জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বানু আক্তারকে গ্র্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে সে খুনের কথা স্বীকার করেন। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা হয়েছে।