
পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছেন, চেষ্টা, দক্ষতা ও নির্দিরষ্ট লক্ষ্য থাকলে প্রতিটি শিক্ষার্থী ভালো ফলাফল পেতে পারে।
শুক্রবার দুপুরে আইজিপির প্রতিষ্ঠিত শরীয়তপুরের নড়িয়া উপজেলার নরকলিকাতায় অবস্থিত মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের জেএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আইজিপি বলেন, ছেলে মেয়েদের লেখাপড়ার প্রতি বাবা মার খেয়াল রাখতে হবে। পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের মনোযোগী করা উচিত।
মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ফরিদ আল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবু কালাম সিদ্দিক, শরীয়তপুর জেলার পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, মাদারীপুর জেলার পুলিশ সুপার সারোয়ার হোসেন, নড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম ইসমাইলসহ স্থানীয প্রশাসনের কর্মকর্তারা।